• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্মৃতিসৌধে জিনপিংয়ের বিনম্র শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৬, ১০:১২

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ব্রিনম শ্রদ্ধা জানিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং মন্তব্য শেষে পরিদর্শন খাতায় নিজের মন্তব্য লিখে সই করেন।

সকাল ৯টার কিছুপর জিনপিং স্মৃতিসৌধে যান। সেখানে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে চীন প্রেসিডেন্ট শি জিনপিং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম গাছের চারা রোপন করেন জিনপিং।

স্মৃতিসৌধ থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন জিনপিং। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ ঘণ্টার সফরে আসা শি জিনপিংকে শনিবার সকালে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।


এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
X
Fresh