• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শব্দদূষণে অতিষ্ঠ পর্যটননগরী কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৩

মারাত্মক শব্দদূষণের শিকার পর্যটন শহরখ্যাত কক্সবাজার। শব্দদূষণের কারণে শহরের জনজীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে অভিযোগ নানা শ্রেণিপেশার মানুষের।

যানবাহনের পাশাপাশি মাইকের উচ্চশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী, শিক্ষার্থী, বৃদ্ধ-শিশুসহ সব মানুষ। বিশেষ করে শীতকালে মাইকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় বলে অভিযোগ শহরবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, যেকোনো সভা-সমাবেশ, ওয়াজ মাহফিল, বিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেই শহরের সর্বত্র মাইক স্থাপন করা হয়। যার ফলে মাইকের উচ্চ শব্দ একটি স্থানে আর আবদ্ধ থাকে না। এতে অসুস্থ মানুষ, ছাত্রছাত্রী, পর্যটক ও সাধারণ মানুষজন সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি হওয়া রোগীরা। শুধু দিন নয়, রাতেও শহরের বিভিন্ন স্থানে উচ্চশব্দে মাইক বাজানো এখন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কক্সবাজারে জেলের গলাকাটা মরদেহ উদ্ধার
--------------------------------------------------------