• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের বাধায় স্মারকলিপি দিতে পারলো না বিএনপি

পটুয়াখালী প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৩

পটুয়াখালীতে পুলিশের বাঁধায় বিএনপির স্মারকলিপি প্রদান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। ফলে তারা জেলা প্রশাসকের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্মারকলিপি প্রদান করতে পারেনি।

রোববার সকাল ১০টায় সুরাইয়া ভবন থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিলসহ জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার পথে প্রথমে সার্কিট হাউসের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে সেখানে পুলিশ বাঁধা দিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএ রব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে রোববার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, রোববার সারাদেশে বিএনপির নেতারা মিছিল নিয়ে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
পটুয়াখালীতে ঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু
স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর বিষপান
X
Fresh