• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চেকপোস্টে পুলিশকে গুলির ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে গুলির ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের একজন নগরীর সুগন্ধা এলাকার প্রত্যয়। স্থানীয় কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। গ্রেপ্তার অন্যজন নাসিরাবাদ হাউজিং এলাকার রাকিব। নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ জানান, ঘটনার পর এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হল। এর আগে ঘটনার পরপরই মো. হাকিম নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৮) আহত হয়েছেন। তার হাঁটুর দুই ইঞ্চি উপরে গুলি লেগেছে।

এ ঘটনায় পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh