• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তারেক রহমানকে শিগগির দেশে আনা হবে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে। বললেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুরে চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এটা সম্পূর্ণ নির্ভর করে আদালত ও নির্বাচন কমিশনের উপর। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই। বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায়। তবে ২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, তার খেশারত দিচ্ছে তারা। আগামী নির্বাচনে বিএনপি কাকে নিয়ে অংশ নেবে সেটা একমাত্র নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কেরানীগঞ্জে আগুনে পুড়ে নিহত ১
--------------------------------------------------------