• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভালোবাসা দিবসে মায়েদের পা ধুয়ে দিল শিশুরা

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১১

টাঙ্গাইলে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। মায়েদের পা ধুয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলো শিশুরা।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে দ্বিতীয়বারের মতো ব্যতিক্রমী এই আয়োজন করে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল।

স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে কোমলমতি শিশুদের উৎসাহিত করেন অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম (বার)।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘ভালোবাসা কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না’
--------------------------------------------------------

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সুন্দর হাতের লেখা শিখার প্রতিষ্ঠান রাইট ফেয়ারের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ও দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন। অনুষ্ঠান শেষে শিশুদের ফুলের চারা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী নিজের মায়ের পা ধুয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অভিব্যক্তি ঘটায়।

বাবা-মা’র প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই ব্যতিক্রম এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তরা।

আরও পড়ুন:

এসএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের তৃতীয় দিন আরটিভিতে যা দেখবেন
ফেসবুকে ওবায়দুল কাদেরের ভালোবাসার বার্তা
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
X
Fresh