• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বন্যহাতির আক্রমণে শেরপুরে নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, শেরপুর

  ১৪ অক্টোবর ২০১৬, ১১:৩৮

শেরপুর ঝিনাইগাতি উপজেলায় ফের বন্যহাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পানবর গ্রামের জহুরুল, সুন্নত আলীর স্ত্রী আয়তুন নেছা ও গুরুচরণ দুধনই গ্রামের আবদুল হাই।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পানবর ও দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক বন্যহাতি সীমান্ত পেরিয়ে দুই দলে পানবর ও দুধনই এলাকায় প্রবেশ করে। সন্ধ্যায় হাতিরা প্রায় ১৫ হেক্টর জমির ধান নষ্ট করে ও ঘরবাড়ি পিষে দেয়। তখন সবাই লাঠিসোটা ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করতে থাকে। এতে হাতির দল গ্রামবাসীর ওপর চড়াও হয়। এ সময় কৃষক জহুরুল মাটিতে পড়ে গেলে হাতির দল তাকে পিষ্ট করে মেরে ফেলে।

বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে আবদুল হাই ও আয়তুন নেছাকে মেরে ফেলে হাতির দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় শতাধিক হাতি এলাকাতেই অবস্থান করছে।

এই নিয়ে দেড় মাসের ব্যবধানে সীমান্তবর্তী ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে সাতজনের প্রাণহানির ঘটনা ঘটলো।

ওই দুই গ্রামের মানুষরা রাতে পাশের গ্রামে নিরাপদে আশ্রয় নেন। স্থানীয়রা বন্যহাতির তাণ্ডব মোকাবেলা করতে না পারায় রাতেই সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠায় উপজেলা প্রশাসন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh