• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না: নাসিম

রাজশাহী প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৯

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার বলে সংবিধানে কিছু নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নিব। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদাকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

নাসিম আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি নির্বাচনে না এসে মানুষকে পুড়ে মেরেছেন। মানুষ আর হরতাল-অবরোধ চায় না। তারা শান্তি চায়।

দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। কোনো ধরনের ভুল না করে শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য মোহাম্মদ নাসিম রাজশাহীবাসীকে আহ্বান জানান।

সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সংসদ সদস্য আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
X
Fresh