• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাগরিকত্ব পেলেন লুসি হেলেন

বরিশাল প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৮

অবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন বরিশালে আবস্থানরত ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকে লুসিকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

লুসির জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হেলেনে। বাবা জন হল্ট ও মা ফ্যান্সিস হল্ট। দুই বোনের মধ্যে লুসি ছোট। আর বড় বোন রুট অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে ব্রিটেনে বসবাস করেন।

লুসি ১৯৬০ সালে বাংলাদেশে প্রথম আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশন স্কুলে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন। ৫৭ বছর ধরে কাজ করছেন দেশের বিভিন্ন স্থানে।