• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে সহকর্মীর বিরুদ্ধে ২ নারী আনসার সদস্যের ধর্ষণ মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ১৩ অক্টোবর ২০১৬, ২১:৫৮

দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় পূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় দুই নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এক আনসার সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার তাদের ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ।

তিনি বলেন, ‘ধর্ষিতদের মধ্যে এক নারীর স্বামী বুধবার রাতে আনসার সদস্য তাপস চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ওই দুই নারী জানান, তারাসহ ছয়জন আনসার ভিডিপি সদস্য উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মণ্ডপের পাশে একটি দোকানঘর তাদের বিশ্রামের জন্য দেওয়া হয়। ১১ অক্টোবর ভোরে পোশাক বদলের সময় তাপস চন্দ্র ওই ঘরে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করেন।

তারা বলেন, ঘটনার কথা জানানো হলে কর্তব্য পালনের টাকা না দেয়াসহ মেরে ফেলারও হুমকি দেন তাপস ।

উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি জানার পর দুই নারী সদস্যকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। সেইসঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছি।’

এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh