• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএনওকে দেখে দৌড়ে পালালো বর

নেত্রকোনা প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৬

নেত্রকোনার দুই স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পূর্বধলা উপজেলা প্রশাসন। এদের মধ্যে মেয়েটি জারিয়া ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪) এবং ছেলেটি একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী (১৫)।

জানা গেছে, ওই দুই শিক্ষার্থীর মধ্যে মেয়েটির বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে আর ছেলেটির বাড়ি পাশের ইউনিয়ন জারিয়ায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসা দিবস ঘিরে যত্ন বেড়েছে ফুলের
--------------------------------------------------------

রোববার রাত ৯টার দিকে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে পুলিশ ও লোকজন নিয়ে রাত ৮টার দিকে মেয়েটির বাড়িতে গিয়ে হাজির হন। ইউএনওর উপস্থিতি দেখে বর ও তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে ইউএনও উভয় পরিবারকে ডেকে বুঝিয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেখা নিয়ে বিয়েটি বন্ধ করেন।

ইউএনও নমিতা দে বলেন, মেয়েটির পরিবার বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতো না। তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
X
Fresh