• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে কাভার্ডভ্যানে আগুন: ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫০

পেট্রোল ঢেলে খাদ্যপণ্য বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় ফেনীতে বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার রাতে ফেনী মডেল থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে।

এই মামলায় কাভার্ডভ্যান চালক ফারুক ও তার সহকারী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, গেলো শনিবার গভীর রাতে আবুল খায়ের গ্রুপের পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিরতি নেওয়ার জন্য রামপুর রাস্তার মোড়ের জব্বার মার্কেটের সামনে দাঁড়ালে চার-পাঁচজন যুবক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: মুন্সীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
--------------------------------------------------------

পরে বিশেষ ক্ষমতা আইনে রোববার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ফেনী মডেল থানার এসআই মো. আলমগীরের করা ওই মামলায় অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল, বিএনপি নেতা রিশাদ রয়েছেন।

ওই দিন ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, তাদের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেলেও পণ্যের তেমন ক্ষতি হয়নি।

আরও পড়ুন:

জেবি/এসআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ : গেটম্যান সাইফুল গ্রেপ্তার
ঈদের শপিংয়ে বের হন ১১ বন্ধু, লাশ হয়ে ফিরলেন ৩ জন
ফেনীতে বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬
X
Fresh