• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হোশি কোনিও হত্যার বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৩৩

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার ১ বছর ১০ দিন পর বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার মামলাটি কাউনিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। আসছে ২০ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে মামলার চার্জশিট আদালত গ্রহণ করেন এবং পলাতক আসামিদের গ্রেপ্তার ও ক্রোকি পরোয়ানা জারি করেন। এ পর্যন্ত এ মামলায় ৪ জন স্বীকারোক্তি দিয়েছেন।

গেলো বছরের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার কাচুগ্রামে নিজ কৃষি খামারে যাবার সময় ৩ দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউনিয়া থানায় হত্যা মামলা হলে বিএনপির মহানগর সদস্য বিপ্লব, খামার সহযোগী হীরাসহ ৫ জনকে আটক করে পুলিশ।

পরবর্তীতে জিএমবি সদস্য মাসুদ রানা, এসাহাক, আবু সাঈদ ও লিটন গ্রেপ্তার হয়। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরে তদন্তকারী কর্মকর্তা হীরাসহ ৫ জনকে অব্যাহতি দিয়ে জেএমবির ৮ সদস্যের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh