• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে ল্যান্ড কমিশন ঘেরাও

আরটিভি অনলাইন, রিপোর্ট, খাগড়াছড়ি

  ১৩ অক্টোবর ২০১৬, ১৫:১৯

খাগড়াছড়িতে পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে হরতালকারীরা। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বিল পাসের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে শহরের শাপলা চত্ত্বর থেকে সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ কমিশন কার্যালয় ঘেরাও করে।

ঘেরাও সমাবেশে নেতারা বলেন, পার্বত্যঞ্চল নিয়ে ছিনিমিনি খেলা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বলেন, তড়িঘড়ি করে পার্বত্য ভূমি কমিশন আইন পাস হয়েছে। এতে পার্বত্য এলাকার বাঙালিরা বসতভিটা হারাবে। পাশাপাশি পার্বত্যঞ্চল বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে।

সকাল থেকেই খাগড়াছড়িতে টায়ারে আগুন, খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল। বন্ধ রয়েছে দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনও বন্ধ। জেলা শহরে আটকা পড়েছেন সাজেকগামী বেশ কয়েকটি পর্যটকবাহী গাড়ি।

এসএস / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh