• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রলারডুবির দু’দিন পর ৪ মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন, রিপোর্ট, নরসিংদী

  ১৩ অক্টোবর ২০১৬, ১২:৩৯

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গরুবাহী ট্রলারডুবির দু’দিন পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নীলক্ষ্যা ইউনিয়নের ছনপাড়া গ্রামের মেঘনা নদী থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার বাহেরচরের আনোয়ার ফরাজী (৪০), আব্দুল্লাহ পুরের আবদুল হক (৪৫) ফরিদ মিয়া (৫০) ও মেহেরনগরের খলিল (৩০)।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেহান উদ্দিন বললেন, মঙ্গলবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস তাদের অভিযান শুরু করে। পরে ঢাকা থেকে ডুবরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের ১৫ হাজার টাকা ও ২০ কেজি চাল দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজার থেকে ৩০ যাত্রী, ২০টি গরু, ৪টি মহিষ ও কাঠ নিয়ে ট্রলাটি রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি দিকে রওয়ানা দেয়। পথে ভেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এসএস / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh