• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদার রায়ের পর নেত্রকোনায় গাড়িতে আগুন, ভাংচুর

নেত্রকোনা প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ডের রায় ঘোষণার পর নেত্রকোনা সদরসহ তিন জায়গায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে নেত্রকোনা-ময়নসিংহ সড়কের পারলা এলাকায় ও কেন্দুয়া-চিরাং সড়কে কাশিপুর মোড়ে এ ঘটনা ঘটে।

এছাড়া মোহনগঞ্জ উপজেলায় রায়ের পর পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের চার কর্মীকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রায়ের পর জেলার পারলা এলাকায় হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় আহত হয় মনি নামের এক যুবক।

--------------------------------------------------------
আরও পড়ুন: রামগঞ্জে আওয়ামী লীগের অর্ধশতাধিক তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ
--------------------------------------------------------

এছাড়া কেন্দুয়ায় কাশিপুর মোড়ে বিএনপি কর্মীরা জড়ো হয়ে সড়ক অবরোধসহ নাশকতার চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।

এদিকে জেলার মোহনগঞ্জ উপজেলা সদরে টহল পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় হামলাকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা করায় বাদীর পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট
X
Fresh