• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে বাসচাপায় নিহত তিন

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৮

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়ার অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) ও আল আমিন (৩৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার দুপুরে মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল। পথে দত্তডাঙ্গা এলাকায় বাসটি দুজন পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় কাঠি এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।

এ ঘটনায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানের যাত্রী আল আমিনকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘাতক বাসটি ফেলে রেখে চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
X
Fresh