• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৫

মাগুরায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি (দাখিল) পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন দাখিল পরীক্ষার্থী আশিকুল ইসলাম ও অটোরিকশার চালক মিরাজ। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও আহতরা জানায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জগদল রুপাটি দাখিল মাদরাসার চার মেয়ে পরীক্ষার্থীসহ আটজন মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
--------------------------------------------------------

পথে তাদের বহনকারী অটোরিকশা লক্ষ্য করে ইভটিজিং করে অন্য একটি অটোরিকশায় থাকা কয়েকজন যুবক।

এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাগুরা শহরে আসার পর ভায়না এলাকা থেকে ওই যুবকরা তাদের অটোরিকশার গতিরোধ করে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিন্দাবাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তার জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
মোংলায় আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
সাংবাদিককে জখম, তিতুমীরের ছাত্রলীগ নেতা বহিষ্কার
তিতুমীর কলেজে সাংবাদিককে পিটিয়ে জখম
X
Fresh