• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে বাসের ধাক্কায় ৫ অটোরিকশাযাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গা উপজেলার মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫) ও ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)। অজ্ঞাত আরও তিন নিহতের মধ্যে একজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল আটটার দিকে খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ পাঁচজন নিহত হন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজউদ্দিন আরটিভি অনলাইনকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় পাঁচজন নিহত হন। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সকাল থেকে প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। এ নিয়ে গেলো দুই দিনে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলো ১১ জন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
গলায় জীবন্ত কৈ মাছ আটকে নরসিংদীতে প্রাণ গেল কৃষকের
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
X
Fresh