• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষ, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৯

টাঙ্গাইলে একটি ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধুরুয়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, বুধবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধুরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এসময় ট্রাকটি রেললাইনের ওপর নষ্ট হয়ে পড়ে। পরে একই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস নামের একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা অপর একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হন।

এ ঘটনার পর সারাদেশের সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
দাবদাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ   
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
X
Fresh