• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিলেট পৌঁছেছেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫

পূণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সিলেট শহরে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।

সফরে খালেদা জিয়া হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন।

খালেদা জিয়ার গাড়িবহর সার্কিট হাউজে পৌঁছায় বিকেল সাড়ে ৪টায়। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর দুই মহান সাধকের মাজার জিয়ারত করবেন। এরপর মাজার জিয়ারত শেষে পুনরায় সার্কিট হাউজে ফিরে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।

--------------------------------------------------------
আরও পড়ুন: শুভেচ্ছা জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ
--------------------------------------------------------

সফরে বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।

এর আগে সকাল সোয়া ৯টায় রাজধানী ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীরা।

এই সফরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। খালেদাও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
X
Fresh