• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে নিহত ১ জঙ্গি রাবি'র ছাত্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৬, ১৩:৫৫

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত ২ জঙ্গির মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আহসান হাবিব শুভ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাবার নাম আলতাফ হোসেন। বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামে।

মঙ্গলবার রাতে আলতাফ হোসেন টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে শুভর মরদেহ শনাক্ত করে তা গ্রহণ করেন।

আলতাফ হোসেন জানান, গেলো ১৭ মে থেকে শুভ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। নিখোঁজ শুভর সন্ধান চেয়ে ৭ জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করা হয়।

শুভ নওগাঁ কেজি স্কুল থেকে মাধ্যমিক, নওগাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত ২ জঙ্গির মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আহসান হাবিব শুভ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাবার নাম আলতাফ হোসেন। বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামে।

মঙ্গলবার রাতে আলতাফ হোসেন টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে শুভর মরদেহ শনাক্ত করে তা গ্রহণ করেন।

আলতাফ হোসেন জানান, গেলো ১৭ মে থেকে শুভ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। নিখোঁজ শুভর সন্ধান চেয়ে ৭ জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করা হয়।

শুভ নওগাঁ কেজি স্কুল থেকে মাধ্যমিক, নওগাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

রাবি’র ইংরেজি বিভাগের সভাপতি মাসুদ আখতার বলেন, গণমাধ্যমে টাঙ্গাইলে নিহত যে জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তাতে শুভর সঙ্গে একজনের মিল আছে। এতে ধারণা করা হচ্ছে সে শুভ আমাদের বিভাগেরই শিক্ষার্থী।

তিনি আরো বলেন, প্রায় দু’বছর ধরে সে নিখোঁজ ছিল। ক্লাসে অংশগ্রহণ না করায় সে পরীক্ষা দিতে পারেনি। ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সে ড্রপআউট ছিলো।

নিহত শুভর এক সহপাঠী জানান, সে বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতো না। নগরীর আলুপট্টি নামক জায়গায় ম্যাসে ভাড়া থাকতো।

এসএস /এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh