• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ দেশের মানুষের স্বাধীনতা নেই: এরশাদ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫

আজ দেশের মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, সুশাসন নেই। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সেদিকে কারও খেয়াল নেই।

বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শনিবার বিকেলে জাতীয় পার্টির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দুই নেত্রী ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করছে। তারা মানুষের কথা ভাবে না। তাই সময় এসেছে দেশের মানুষকে মুক্ত করার। জাতীয় পার্টি মানুষের সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে চায়। এজন্য জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজবাড়ীতে শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা
--------------------------------------------------------

তিনি আরও বলেন, জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন ছিল, সুখ ছিল, শান্তি ছিল। আমরা এবার দেখাতে চাই পরিবর্তন কাকে বলে।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিউদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ জেলা ও উপজেলা জাপা’র নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
জিম্মি জাহাজের খাবার শেষ হলেও যে কারণে চিন্তার কিছু নেই
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
X
Fresh