• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৭

দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

শনিবার বিকেলে রায়পুর উপজেলা পরিষদের সামনে ওই কর্মকর্তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক ও পুলিশ সূত্র জানায়, জেলেদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাৎ করার ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই তৎকালীন রাঙামাটির লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

রাস্তার কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় পরের বছরের ২৭ মার্চ তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

রাঙামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে করা মামলা দুইটির তদন্ত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। শনিবার অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
X
Fresh