• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সহায়ক সরকারে বিশ্বাস করি না: এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯

খালেদা জিয়ার রায়ের বিষয়টি আদালতের এখতিয়ার। তাঁর সাজা হবে কি হবে না সেটি আদালত দেখবে। আমি জেলে থেকে নির্বাচন করে ৫০ আসনে জয় পেয়েছি। সহায়ক সরকারে আমরা বিশ্বাস করি না। সংবিধান অনুযায়ী নির্বাচন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রামে একটি ইসলামি সম্মেলনে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। অনেক প্রতিকূলতা উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি। তবে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে কি না— তা আমরা দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

ওই ইসলামী সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ছাড়াও এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাংসদ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh