• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৫

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশখালি নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ থাকা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ডুবে যাওয়া ওই ট্রলার থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, বেলা ১১ টার দিকে ট্রলারের সুকানী পান্নু মিয়ার এবং দুপুর দেড়টার দিকে হাসান মহাজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। নৌবাহিনীর উদ্ধারকারী দল বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

পান্নু মিয়া ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং হাসান মহাজন ভোলার লালমোহন উপজেলার ইয়াসিন মহাজনের ছেলে।

মঙ্গলবার ভোরে বিষখালি নদীর মশাবুনিয়া সৈলারাচর এলাকায় সিমেন্ট বোঝাই নোঙর করা ট্রলারটিকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পূবালী-১ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা তিন শ্রমিকের মধ্যে মাওলাদ হোসেন সাঁতরে তীরে ওঠেন। নিখোঁজ ছিলেন পান্নু ও হাসান।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
গভীর সমুদ্রে ট্রলার ডাকাতি, ১৫ লাখ টাকার মাছ লুট
এক ট্রলারে ধরা পড়ল ৫২ লাক্ষা মাছ, ১১ লাখ টাকায় বিক্রি
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
X
Fresh