• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৩:২১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে উপজেলার রত্নাই সীমান্তে এই ঘটনা ঘটে।

বিএসফের হাতে আটক ব্যক্তির নাম আব্দুল বারেক (২৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
--------------------------------------------------------

জানা গেছে, বুধবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮৩ পিলার এলাকা দিয়ে আব্দুল বারেকসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয় গরু আনতে সীমান্তে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাকে ধরে ফেলে এবং অন্যান্যরা পালিয়ে আসেন।

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান, আটক যুবক গরু ব্যবসায়ী। তাকে রত্নাই সীমান্তের বড়কোট এলাকার ধলঞ্চা ব্রিজ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আটক করে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে বিকেলে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
X
Fresh