• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেরি চলাচল শুরু

আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০১৮, ১২:২০

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সকাল ১০টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় পদ্মায় পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়। সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর নোঙরে রাখা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
--------------------------------------------------------

তিনি জানান, ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও বাসের সংখ্যাই বেশি।

অপরদিকে ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মধ্যরাত থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ৯টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, দীর্ঘ সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাট এলাকা মিলে ছয় শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
X
Fresh