• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

গাইবান্ধা প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৮, ১৫:০৪

গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীতে শীতের কারণে মায়ের সঙ্গে আগুন পোহানোর সময় সিনথিয়া নামে দুই বছরের এক শিশু দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ শিশুটিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার নিউ মার্কেট সংলগ্ন রেল কলোনি এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ সিনথিয়া আক্তার ওই এলাকার সাহেদ মিয়ার মেয়ে। তাকে গাইবান্ধা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: আলমারিতে মিলল শিশুর লাশ
--------------------------------------------------------

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে শীতের কবল থেকে রক্ষা পেতে রেলওয়ে কলোনীতে মায়ের সঙ্গে শিশুটি আগুন পোহাতে যায়। এসময় শিশুটি আগুনে পড়ে গেলে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাৎক্ষনিকভাবে শিশুটিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, সিনথিয়ার মুখ ও ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh