• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাইপগানসহ জেএমবি সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ, সাতটি ককটেল ও একশ গ্রাম পাউডার জব্ধ করা হয়।

আটক জেএমবি সদস্যের নাম নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স। তিনি জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার নুরুল ইসলামের ছেলে এবং নিহত জঙ্গি সাগর গ্রুপের সদস্য।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান আরটিভি অনলাইনকে জানান, কালাই উপজেলার চর-বাখরা গ্রামসংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে একদল জঙ্গি নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে ভোর রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জঙ্গি সদস্যরা পালিয়ে গেলেও প্রিন্সকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।


আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh