• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ১৮:১৭

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনোয়ারা বেগম (৩২)। তিনি কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের আহমদ আলীর স্ত্রী। এ ঘটনায় আহমদ আলীকে আটক করেছে পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজশাহীতে আহত আ.লীগ নেতার মৃত্যু
--------------------------------------------------------

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সকালে আহমদ আলী তার স্ত্রী মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে কোদাল দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আহমদ আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। মনোয়ারা বেগম ছাড়াও আহমদ আলীর একাধিক স্ত্রী রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh