• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৪ চাষিকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোররাতে উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন আব্দুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ ও শাহ আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর আরটিভি অনলাইনকে জানান শনিবার ভোরে লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ আরটিভি অনলাইনকে বলেন, তামাক চাষি চারজনকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। অপহৃতদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।

আরও পড়ুন

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh