• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ধারণ, মামলা করায় হুমকি

রাজশাহী প্রতিনিধি

  ১৯ জানুয়ারি ২০১৮, ১২:২৫

রাজশাহীতে এক স্কুলছাত্রীর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা করেছেন মেয়েটির পরিবার। এ মামলা প্রত্যাহারের জন্য উল্টো হুমকি দেয়া হচ্ছে মেয়ের পরিবারকে। স্থানীয় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ওই ছাত্রীর মা। এ ঘটনায় বাগমারা উপজেলার।

ওই ছাত্রীর মা বলেন, তাদের নির্মাণাধীন বাড়ির গোসলখানার ইটের ফাঁক দিয়ে তার মেয়ের গোসলের দৃশ্য ধারণ করেন স্থানীয় এক ব্যক্তি। পরে ওই ভিডিও তার মেয়েকে দেখি অনৈতিক প্রস্তাব দেন। এতে মেয়েটি আপত্তি জানালে অভিযুক্ত ব্যক্তি ৫০ হাজার টাকা দাবি করেন। তা না হলে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

তিনি জানান, পরে বিষয়টি বিষয়টি থানায় জানালে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তার কাছে থাকা মুঠোফোন থেকে ভিডিও উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হলে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই ছাত্রীর মা জানান, মামলার পর অভিযুক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে নানা হুমকি দেয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা বলেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
X
Fresh