• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেদে পাড়ায় অন্যরকম বিয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৬, ১৫:৪১

সাভারের বেদে সম্প্রদায়ের বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন। অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে প্রাপ্তবয়স্ক তিন জোড়া তরুণ-তরুণী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেদে পল্লীর মানুষেরা।

বাংলাদেশে বেদে সম্প্রদায়ের একটি বড় অংশ বসবাস করে সাভারের পোড়াবাড়ী এলাকায়। এদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করতে প্রায় দু’বছর আগে কাজ শুরু করেন হাবিবুর রহমান। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে নেন নানা উদ্যোগ।

ঢাকার ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান বলেন, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের অগ্রগতির উদাহরণ হিসেবে এ বিয়ের আয়োজন করা হয়েছে।

হাবিবুর রহমান বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ এবং খারাপ কাজ। এ আয়োজনের মাধ্যমে তাদের সেটিই বুঝিয়ে দেয়া হয়েছে।

এসএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh