• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আবারও চালু হচ্ছে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ২১:৪২

সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালু করতে সাড়ে ৪শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

আজ (বৃহস্পতিবার) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এ কথা বলেন।

একেএম শাহজাহান কামাল এসময় আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের ওভার লে ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে। আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে।

বিমানমন্ত্রী বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিমানের বিকেলে একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়াও ইউএস বাংলা ফেব্রুয়ারি থেকে বিকেলে ফ্লাইট চালু করবে।