• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাভারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের বোমা উদ্ধার!

সাভার প্রতিনিধি

  ১৮ জানুয়ারি ২০১৮, ০৯:০৭

সাভারে ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে একটি এয়ার বোমা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল।

বুধবার বিকেলে সাভারের আমিনবাজার বসুধা এলাকায় একটি ইট ভাটায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, বসুধা এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় এয়ার বোমাটি দেখতে পায় স্থানীয়রা।

পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এরপর বোমাটি পরীক্ষা করার জন্য সাভার সেনানিবাসে খবর দেয়া হয়। সেনাবাহিনীর তিন সদস্যের গোলা বারুদ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন।

প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে এয়ার বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল।

এদিকে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া গেলেও এর ভেতরে এখনও বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া আরটিভি অনলাইনকে বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
সাভারে ভাঙারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
X
Fresh