• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ কোটি টাকা আত্মসাৎকারী ভূমি কর্মকর্তা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

  ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৫৬

কিশোরগঞ্জ ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে আজ বুধবার সন্ধ্যায় পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে দুদক ।

দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সমন্বিত দল পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে সেফাতুল ইসলামকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকালে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদি হয়ে সেফাতুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলা নং ৩১।১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলাটি করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদিত ভূমি অধিগ্রহণের সরকারী ৫ কোটি টাকা আত্মসাত করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
রামের ভূমিকায় রণবীর! 
X
Fresh