• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে ইউপিডিএফ’র সভাপতি আটক

বান্দরবান প্রতিনিধি

  ১৭ জানুয়ারি ২০১৮, ১২:৫৯

এলাকায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ’র বান্দরবান জেলা শাখার সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার গভীর রাতে তাকে শহরের বালাঘাটা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।

এদিকে, খাগড়াছড়িতে ইপিডিএফ নেতা মিথুন চাকমা হত্যার প্রতিবাদে বুধবার বালাঘাটায় তাদের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পুলিশের বাধায় এটিও হয়নি। সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ শুরু
--------------------------------------------------------

সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানান, বেশ কিছুদিন থেকে ইউপিডিএফ নেতা ছোটন তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে এলাকায় গোপন বৈঠকসহ নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

গত তিন জানুয়ারি খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা মিথুন চাকমা নিহত হন।এ ঘটনার জন্য ইউপিডিএফ বরাবরই জনসংহতি সমিতিকে দায়ী করে আসছে।

আরও পড়ুন

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১২ সদস্য
X
Fresh