• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদা বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ১২ জানুয়ারি ২০১৮, ১৪:২৮

বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুন-

হানিফ আরো বলেন, খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ মোট ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে রায় বিএনপি চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারে এমন আশঙ্কায় তিনি নানা ধরনের তালবাহানা করছেন।

পদ্মা সেতু নিয়ে খালেদার বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতু নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা খুবই হাস্যকর। একটি ছয় কিলোমিটার নদীর ওপর তৈরি সেতু জোড়াতালি হচ্ছে এমন কথা পাগল ও উন্মাদরাই বলতে পারে। কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারে না।

এসময় হানিফের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

আরও পড়ুন

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh