• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধনু নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১১ জানুয়ারি ২০১৮, ১৯:১০

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাথরবোঝাই নৌকা (বলগেট) ডুবে তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিংপুর এলাকায় ধনু নদীতে এ ঘটনাটি ঘটে দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রাসম গ্রামের আল আমিন (২৭) একই গ্রামের মহসিন মিয়া (৫০) ও মইন উদ্দিন (৫০)। তাদের সবার বাড়ি বরগুনা জেলার তালতলিতে এলাকাতে বলে জানা গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, সিলেটের ছাতক থেকে তিনদিন আগে পাথরবোঝাই নৌকাটি (বলগেট) রওনা দিয়ে বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুরে আসে। সিংপুর বাজার সংলগ্ন ঘোড়াউত্রা নদীর এমারচর ঘাটে বলগেটটি নোঙর করে। রাতে বলগেটটি সেখানেই ছিল। সকাল সাড়ে ৭টার দিকে এটি তলিয়ে যায়। এ সময় বলগেটটিতে চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে মহসিন নামে একজনকে স্থানীয়রা উদ্ধার করেন। অপর তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, পাথরবোঝাই নৌকাটি (বলগেট) প্রায় ১৫ হাত পানির নিচে রয়েছে এবং এটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে সন্ধ্যায় ডুবুরিদল নেয়া হয়েছে। স্টিলের তৈরি বলগেটটি বেশ পুরাতন হওয়ায় নিচ দিয়ে ছিদ্র হয়ে বা ওয়েল্ডিং ফেটে গিয়ে এটি তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
আরও ৩ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩
নিখোঁজের ৫ ঘণ্টা পর ড্রেনে মিলল শিশুর মরদেহ 
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
X
Fresh