• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

  ১১ জানুয়ারি ২০১৮, ১১:১৮

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা জলদস্যু ‘সুমন বাহিনীর’ সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। এসময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন , মো. জাকারিয়া সরদার (৩০), মো. জুলফিকার শেখ (৩৫), মো. খোকন মিনা (৪৩)।

এসময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৯ রাউন্ড গুলি।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স আরটিভি অনলাইনকে বলেন, সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়তে শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় চল্লিশ মিনিট বন্দুকযুদ্ধের পর জলদস্যুরা পিছু হটে বনের ভেতর চলে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে জেলেরা এসে তিনজনকে সুমন বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবিরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান নিহতদের মরদেহ, আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

জেবি/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh