• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় জুয়ার আসর থেকে ইয়াবাসহ আটক ৬

বরগুনা প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৮, ১৩:১২

বরগুনায় জুয়ার আসর থেকে ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরের আলম নামের একটি হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, তিন পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন সুনামগঞ্জের সাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মাহে আলম মোড়লের ছেলে চন্দন মোড়ল, বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মহসীন, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের আজাহার হাওলাদারের ছেলে কামাল হোসেন, বরগুনা পৌরসভার প্রদীপ সাহার ছেলে গোপাল সাহা, তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ওমর আলী মৃধার ছেলে সাইদুর রহমান স্বপন ও বরগুনা পৌরসভার দক্ষিণ বরগুনা গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে রিপন হাওলাদার।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আবদুল্লাহ আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শহরের আলম হোটেলে অভিযান চালানো হয়।

এসময় সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনকে জুয়ার আসর থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
X
Fresh