• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৮, ১০:২৮

লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন আকাশ, শাহাদাত, আলী রাজ, নাজির মোল্লা ও সেলিম।

তারা সবাই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য ও ঢাকার সাভার এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।

এর আগে স্থানীয় বেড়িরমাথা নামক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, একটি প্রাইভেটকার করে পাঁচজন ছিনতাইকারী সবুজের সিএনজি গতিরোধ করেছ। এসময় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে সিএনজির চাবি নিয়ে মুখে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সিএনজিটি নিয়ে যায় তারা। কিছুক্ষণ পরে চালক বিষয়টি তার গাড়ির মালিককে জানায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করে।

জেবি

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh