• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাঁকখালী নদীতে স্পিডবোট ডুবি, ছয় ভারতীয় নারী আহত

কক্সবাজার প্রতিনিধি

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:১২

কক্সবাজারের বাঁকখালী নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় ছয় ভারতীয় নারী আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন-কলকাতার চেতলা এলাকার ভাস্কর পাণ্ডের স্ত্রী নন্দীনি পাণ্ডে (৫৮), পারাসাদ এলাকার স্বপন মল্লিকের স্ত্রী প্রতীকা মল্লিক (৫৫) ও একই এলাকার অমিতাভ বসুর স্ত্রী মনজুল ঘোষ (২৮)।

কক্সবাজার সদর থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, স্পিডবোটটি ১০ ভারতীয় নাগরিক নিয়ে কক্সবাজারের ৬নং জেটিঘাট থেকে মহেশখালীর আদিনাথ মন্দিরে যাচ্ছিল। এসময় বাঁকখালীর মোহনায় পৌঁছালে স্পিডবোটটি উল্টে গিয়ে ১০ যাত্রীই নদীতে পড়ে যান।