• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক শামসুল আলমের ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬

হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তার ইন্তেকালে জামিয়া প্রধান, হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাওলানা শামসুল আলম সাহেব চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার আলমপুর গ্রামে ১৯৪৩ সালের ১২ আগস্ট এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৬০ সালে হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস শেষ করে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে পাকিস্তান জামিয়া আশরাফিয়া লাহুরে আল্লামা ইদরীস কান্দলভীর কাছে পুনরায় বুখারির দরস নেন। দেশে ফিরে নওগাঁ জেলার পোরশা দারুল হেদায়া মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে যোগদান করেন।

১৯৭৬ সালে জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসায়, ১৯৭৭ সালে ঢাকা আলিয়া মাদরাসায় এবং ১৯৭৯ সালে জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে হাদিসের খেদমত করেছেন।

লালবাগে দীর্ঘ ২৫ বছর থাকার পর ২০০৪ সালে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস পদে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছর হাদিসের খেদমত করে ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও হাজার হাজার ছাত্র রেখে যান।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
মাদরাসা বোর্ডের নতুন চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমগীর
X
Fresh