• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৮:০৪

বরগুনার পাথরঘাটা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আওয়ামী লীগ নেতার নাম হানিফ (৬১)। তিনি কাঁঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হানিফ জানান, শনিবার সকাল সাতটার দিকে উত্তর কাঁঠালতলী এলাকায় মাঠে কাজ করার সময় কালাম, সালাম, ফারুক, রওশন আরাসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে তাকে কুপিয়ে জখম করে।

এসময় হানিফের স্ত্রী লুতফা ও ছেলে ইলিয়াস এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।

হানিফ আরো জানান, কাঁঠালতলীর নলী খেয়াঘাট এলাকার মৃত নুরুল ইসলামের নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির প্রতিবাদ করায় আমার ওপর এই হামলা করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপল সেনগুপ্ত আরটিভি অনলাইনকে বলেন, হানিফের মাথায়, কপালে ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও লুতফার বাম হাত ও মাথায় এবং ইলিয়াসের মাথা ও বাম হাতে জখম হয়েছে।

তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
মোংলায় আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
সাংবাদিককে জখম, তিতুমীরের ছাত্রলীগ নেতা বহিষ্কার
তিতুমীর কলেজে সাংবাদিককে পিটিয়ে জখম
X
Fresh