• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে ১৭ জেলেকে অপহরণ

বরগুনা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে ১৭ জেলেসহ একটি ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা।

শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের মধ্যে বরগুনা সদর উপজেলার নলী গ্রামের মিজান, কামাল, রাসেল ফোরকান ও জামালের নাম জানা গেছে। জলদস্যুরা অপহৃত জেলেদের পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় জেলেরা মাছ ধরছিল। এসময় সুন্দরবনকেন্দ্রীক জলদস্যু বাহিনী হাসান ভাই গ্রুপের সদস্যরা এফবি তরিকুল-২ নামের একটি ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীরে নিয়ে যায়। এরপর তারা মোবাইল ফোনের মাধ্যমে অপহৃতদের পরিবারের কাছে সাত লাখ টাকা দাবি করে।

কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. অনিল আরটিভি অনলাইনকে জানান, এফবি তরিকুল-২ নামের একটি ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করার অভিযোগ পেয়েছি। এরপর থেকেই আমাদের দুটি দল তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের
‘ব্যাংক ম্যানেজারকে অপহরণের আগে কোটি টাকা চেয়েছিল কেএনএফ’
স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
যেভাবে উদ্ধার করা হলো সেই ব্যাংক ম্যানেজারকে
X
Fresh