• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে র‌্যাবের মামলায় আসামি ৫০০ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭

লক্ষ্মীপুরের র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে এজাহার নামীয়সহ ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে র‌্যাব।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রামগতি থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী হয়েছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ডিএডি মনির হোসেন চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় চার র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে।

র‌্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা জানান, হাতিয়া-রামগতি সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় র‌্যাবের গোয়ন্দা বিভাগের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা পোশাকে রামগতির চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকা টহলে যায়। এ সময় তারা হামলার শিকার হন।

স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, সাদা পোশাকে ৪ জন লোক ইউপি সদস্য ফরিদের বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসছিলেন। এ সময় তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে মারধর করে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এ ব্যাপারে রামগতি থানার ওসি ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh