• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, কুমিল্লা মেডিকেল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

অনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শেখ রাসেল ছাত্রাবাসে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্ধ ঘোষণা করা হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়ার পর, ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মহসিনুজ্জামান।

বৃহস্পতিবার রাত আড়াইটায় কুমেক শেখ রাসেল ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের আবদুল হান্নান ও হাবীবুর রহমান পলাশ গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তৌফিক আহমেদকে ঢাকা স্কয়ার হাসপাতালে এবং ইরফানুল হককে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত অন্যদের কুমেক ও নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
X
Fresh