• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ড. কামালেরই লজ্জা হওয়া উচিত: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:০৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যদি লজ্জার হয় তবে সবার আগে লজ্জাবোধ হওয়ার কথা ড.কামাল হোসেনেরই। কেননা তিনি জীবনে একবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়া লজ্জাজনক- ড. কামাল হোসেনের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একথা বলেন।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এডুকেয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

হানিফ বলেন, উনি ইহুদির গোয়েন্দা চরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি।

আবার তিনি তাকে নিয়ে এসে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেন। লজ্জা ড. কামাল হোসেনের হওয়া উচিত। উনার মুখে নৈতিকতার কথা মানায় না। মানুষ উনাকে চিনে ফেলেছে, তাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এডুকেয়ার আইডিয়া স্কুলের চেয়ারম্যান এম এইচ রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
কুকি চিন সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে : হানিফ
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
X
Fresh